Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 14275

SBI Savings Account: হঠাৎ করেই অ্যাকাউন্ট থেকে 147.5 টাকা কাটছে SBI, কারণ জানেন?

$
0
0

SBI Savings Account: হঠাৎ করেই SBI সেভিংস অ্যাকাউন্ট থেকে কোনও লেনদেন ছাড়াই 147.50 টাকা গায়েব হয়ে গেলে চিন্তা করবেন না। শোরগোল বা অভিযোগ জানানোরও প্রয়োজন নেই। কারণ, ওই টাকা অন্য কেউ নয়, খোদ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াই কেটে নিয়েছে।

এবার প্রশ্ন হল কেন কোনও আর্থিক লেনদেন ছাড়াই ব্যাঙ্ক ওই টাকা কেটে নিল? এমনভাবে টাকা কেটে নেওয়াটা আদৌ সঙ্গত কিনা?

তা হলে তার উত্তরে বলা যাক, নিয়ম মেনেই SBI ওই টাকা কেটেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এর গ্রাহক সংখ্যা হল প্রায় 40 কোটি। সব স্তরের গ্রাহকদের এসবিআই পরিষেবা দিয়ে থাকে। এই পরিষেবার মধ্যে অন্যতম হল গ্রাহকদের এটিএম/ডেবিট কার্ড দেওয়া।

96139535

প্রত্যেক গ্রাহককে ব্যাঙ্কের তরফে এই কার্ড দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে শুধু যে এটিএম থেকে টাকা তোলা যাবে তা নয়, অনলাইনেও লেনদেন করা সম্ভব।

কোনওরকম লেনদেন না করলেও কার্ডের রক্ষণাবেক্ষণ বা সার্ভিস ফি হিসেবে ওই টাকা কেটে নেয় ব্যাঙ্ক।

96164468

গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ডেবিট কার্ড পরিষেবা দিয়ে থাকে এসবিআই। তার মধ্যে বেশিরভাগই হল Classic/Silver/Global/Contactless ডেবিট কার্ড।

এই সমস্ত কার্ডের বার্ষিক সার্ভিস বা রক্ষণাবেক্ষণ ফি হিসেবে এসবিআই 125 টাকা চার্জ নেয়।

95583536

এবার প্রশ্ন আসতে পারে চার্জ 125 টাকা সত্ত্বেও কেন আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে 147.50 টাকা কাটল ব্যাঙ্ক?

এর কারণ হল, সার্ভিস ফি-র উপরে 18% হারে জিএসটি কর ধার্য করা হয়। সে কারণে মোট সার্ভিস ফি-র পরিমাণ দাঁড়ায় 125 টাকার 18% বা 22.5 টাকা। এখন সার্ভিস 125 টাকার সঙ্গে জিএসটি 22.5 টাকা যুক্ত হয়ে মোট সার্ভিস ফি দাঁড়ায় 147.5 টাকা।

SBI Debit Card বার্ষিক চার্জ—


প্রসঙ্গত উল্লেখ্য, Yuva / Gold /Combo / My Card (Image) Debit Card-এর বার্ষিক সার্ভিস বা রক্ষণাবেক্ষণের ফি হল 175 টাকা+GST এবং Platinum Debit Card-এর সার্ভিস ফি হল 250+GST, Pride/Premium Business Debit Card-এর ক্ষেত্রে ওই ফি হল 350+GST।

ডেবিট কার্ড পরিবর্তন বা পাল্টাতে গেলেও ব্যাঙ্ক একটি চার্জ নেয়। সেক্ষেত্রে চার্জের পরিমাণ হল 300 টাকা+GST। তবে এই চার্জ সার্ভিস চার্জের মধ্যে গণ্য হয় না।


Viewing all articles
Browse latest Browse all 14275

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>