Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 14275

Sula Vineyards IPO: সপ্তাহের শুরুতেই এল মদের কোম্পানির আইপিও, বিনিয়োগে লাভ কতটা?

$
0
0

Sula Vineyards IPO: সোমবার শেয়ার বাজারে মিশ্র প্রভাব দেখা যাচ্ছে, একাধিক শেয়ার সবুজ জোনে পারফর্ম করলেও বেশ কয়েকটি স্টক রয়েছে রেড জোনে, ফলে অস্বস্তিতে বিনিয়োগকারীরা। তবে সুখবরও রয়েছে। এদিন IPO লঞ্চ করেছে দেশের জনপ্রিয় ওয়াইন প্রস্তুতকারী কোম্পানি সুলা ভিনইয়ার্ডস। বিনিয়োগকারীরা আশা করছেন এই IPO -তে বিনিয়োগ করে তাঁরা লাভবান হতে পারবেন। সোমবার থেকে শুরু করে আইপিওতে সাবস্ক্রিপশন করার জন্য সুযোগ থাকছে বুধবার পর্যন্ত। কোম্পানির তরফে প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড রাখা হয়েছে 340 থেকে 357 টাকা। বিনিয়োগকারীরা সাবস্ক্রিপশন করার ক্ষেত্রে কমপক্ষে 42টি ইক্যুইটি শেয়ারের জন্য বিড করতে পারেন।

শুক্রবার থেকে অ্যাঙ্কর বিনিয়োগকারীদের এই ইস্যুটি খুলেছিল। বাজার বন্ধ হওয়ার পরে সংস্থার তরফে জানানো হয়, অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে 288 কোটি টাকা তুলেছে। তিন দিনের IPO -তে কোম্পানির লক্ষ্য 960.35 কোটি টাকা তুলে নেওয়া। অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য 80,70,158 ইক্যুইটি শেয়ার বরাদ্দ করা হয়েছে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে।

96114073

সাধারণ বিনিয়োগকারীদের জন্য IPO খোলার পরে প্রথম দিনে কত বিনিয়োগকারীরা এই IPO -তে সাবস্ক্রাইব করেন, সেদিকে নজর রয়েছে সংস্থারও। তবে বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দাম মোটামুটি ভাবে সাধ্যের মধ্যে হওয়ায় এই IPO-তে সাবস্ক্রাইব করতে পারেন অনেকেই।

96167080

জুলাই মাসেই জানা গিয়েছিল, সুলা IPO নিয়ে আসছে। কারণ ওই মাসেই SEBI-র কাছে খসড়া রেডেরিং প্রসপেক্টাস (DRHP) জমা দিয়েছিল সংস্থাটি। মাঝে LIC-র IPO বাজারে এলেও তা বিনিয়োগকারীদের প্রাথমিক পর্যায়ে যথেষ্ট ধাক্কা দিয়েছে। ফলে IPO -তে বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক রয়েছেন বিনিয়োগকারীরা।

96164363

Sula Vineyards Limited-এর বিষয়ে জেনে নেওয়া যাক

1996 সালে এই সংস্থাটি ব্যবসা শুরু করে। গত বছরেই দেশে মদ উৎপাদন ও বিক্রিতে শীর্ষে ছিল এই সংস্থা। বর্তমানে রাসা, ডিন্ডোরি, দ্য সোর্স, সাতোরি, মাদেরা এবং দিয়া-র মতো মোট 13 টি ব্র্য়ান্ড নামে মদ বিক্রি করে এই সংস্থা। বর্তমানে দেশের যে যে সংস্থা ওয়াইন তৈরি করে, তাদের মধ্যে সুলা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে।

20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর। ক্লিক করুন

ব্যবসা-বাণিজ্য, আয়কর, শেয়ার বাজার সংক্রান্ত এমন নানা খবর পেতে পাঠকেরা চোখ রাখুন এই সময় ডিজিটালের ব্যবসার পাতায়।


Viewing all articles
Browse latest Browse all 14275

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>