EPFO -র তরফে জারি করা নয়া নির্দেশিকায় সারবত্তা হল, পিএফ অ্যাকাউন্টধারীদের অহেতুক হয়রানি করা চলবে না। প্রথম ক্লেইমে যদি কোনও ভুল আবেদনকারী কর্মীর তরফে হয়, সেক্ষেত্রে কী কী ভুল হয়েছে? তা সব কারণ-সহ আবেদনকারীকে জানাতে বলা হয়েছে নয়া নির্দেশিকায়।
ক্লেইমের সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে
নয়া নির্দেশিকায় EPFO-র তরফে বলা হয়েছে, ফিল্ড অফিসগুলি একই কারণে রিজেক্ট PF ক্লেইমগুলিকে জোনাল অফিসগুলিতে পাঠাবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্ধারিত সময়ের মধ্যেই ক্লেইমকে যথাপোযুক্ত ভাবে সেটেলমেন্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। EPFO-র দাবি, বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, একবার পিএফ ক্লেইম রিজেক্ট হলে তা নিয়ে দ্বিতীয়বার নিষ্পত্তি করা হয়নি। ভবিষ্যতে যাতে এমন আর না ঘটে, তার জন্য নির্দেশিকা জারি করেছে EPFO।
EPF আসলে কী?
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড হল একটি অবসরের পরিকল্পনা। EPFO অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এই স্কিমটি পরিচালনা করে। ইপিএফ স্কিমে কোনও চাকুরিজীবী যতটা অবদান রাখেন, ঠিক তত পরিমাণ অর্থ রাখতে হয় কোম্পানিকেও। এটি কর্মচারীর মূল বেতনের কমপক্ষে 12 শতাংশ। পাশাপাশি EPF -এ সুদ পাওয়া যায়। বর্তমানে চলতি আর্থিক বছরে EPF-তে সঞ্চয়ের উপর 8.1 শতাংশ হারে সুদ পাওয়া যায়।
অনলাইনে PF -এর টাকা কী ভাবে তুলবেন?
20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর। ক্লিক করুন
PF Claim Online: জরুরি প্রয়োজনের মুহূর্তে PF -এর জন্য আবেদন করে অনেক ক্ষেত্রে কর্মচারীরা তাঁদের প্রাপ্য টাকা পান না। এক্ষেত্রে নানা কারণে পিএফ-এর ক্লেইম বাতিল হয়ে যায়। এব্যাপারে এবার শক্ত হাতে নির্দেশ দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। যদিও, কর্মচারীদের টাকা তোলার জন্য বৈধ ভাবে আবেদন করতে হবে। কিন্তু EPFO -এর তরফে বলা হয়েছে, কোনও কর্মীর সঠিক আবেদন আটকে রাখা বা বাতিল করা চলবে না।95755611 96104393 95872143