Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 14275

PF Claim Online: পিএফের টাকা তোলা এখন আরও সহজ! কর্মীদের হয়রানি এড়াতে কড়া নির্দেশ EPFO -এর

$
0
0

PF Claim Online: জরুরি প্রয়োজনের মুহূর্তে PF -এর জন্য আবেদন করে অনেক ক্ষেত্রে কর্মচারীরা তাঁদের প্রাপ্য টাকা পান না। এক্ষেত্রে নানা কারণে পিএফ-এর ক্লেইম বাতিল হয়ে যায়। এব্যাপারে এবার শক্ত হাতে নির্দেশ দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। যদিও, কর্মচারীদের টাকা তোলার জন্য বৈধ ভাবে আবেদন করতে হবে। কিন্তু EPFO -এর তরফে বলা হয়েছে, কোনও কর্মীর সঠিক আবেদন আটকে রাখা বা বাতিল করা চলবে না।

EPFO -র তরফে জারি করা নয়া নির্দেশিকায় সারবত্তা হল, পিএফ অ্যাকাউন্টধারীদের অহেতুক হয়রানি করা চলবে না। প্রথম ক্লেইমে যদি কোনও ভুল আবেদনকারী কর্মীর তরফে হয়, সেক্ষেত্রে কী কী ভুল হয়েছে? তা সব কারণ-সহ আবেদনকারীকে জানাতে বলা হয়েছে নয়া নির্দেশিকায়।

95755611

ক্লেইমের সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে

নয়া নির্দেশিকায় EPFO-র তরফে বলা হয়েছে, ফিল্ড অফিসগুলি একই কারণে রিজেক্ট PF ক্লেইমগুলিকে জোনাল অফিসগুলিতে পাঠাবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্ধারিত সময়ের মধ্যেই ক্লেইমকে যথাপোযুক্ত ভাবে সেটেলমেন্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। EPFO-র দাবি, বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, একবার পিএফ ক্লেইম রিজেক্ট হলে তা নিয়ে দ্বিতীয়বার নিষ্পত্তি করা হয়নি। ভবিষ্যতে যাতে এমন আর না ঘটে, তার জন্য নির্দেশিকা জারি করেছে EPFO।

96104393

EPF আসলে কী?

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড হল একটি অবসরের পরিকল্পনা। EPFO অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এই স্কিমটি পরিচালনা করে। ইপিএফ স্কিমে কোনও চাকুরিজীবী যতটা অবদান রাখেন, ঠিক তত পরিমাণ অর্থ রাখতে হয় কোম্পানিকেও। এটি কর্মচারীর মূল বেতনের কমপক্ষে 12 শতাংশ। পাশাপাশি EPF -এ সুদ পাওয়া যায়। বর্তমানে চলতি আর্থিক বছরে EPF-তে সঞ্চয়ের উপর 8.1 শতাংশ হারে সুদ পাওয়া যায়।

95872143

অনলাইনে PF -এর টাকা কী ভাবে তুলবেন?

  • প্রথমে EPFO মেম্বার পোর্টালে যান।
  • মেনুতে সার্ভিস অপশনে ক্লিক করতে হবে।
  • এখানে For Employees এ ক্লিক করতে হবে।
  • এর পর একটি নতুন পেজ খুলবে। সেখানে মেম্বার UAN/অনলাইন পরিষেবা (OCS/OTCP) বেছে নিতে হবে।
  • এর পর লগইন পেজ খুলবে।
  • UAN এবং পাসওয়ার্ডের সাহায্যে এখানে লগইন করতে হবে।
  • নতুন পেজে অনলাইন সার্ভিসে যেতে হবে। ড্রপ ডাউন মেনু থেকে ক্লেইম (FORM-31, 19 এবং 10C) বেছে নিতে হবে।
  • এরপর আবার একটি নতুন পেজ খুলে যাবে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনের পরে আন্ডারটেকিং সার্টিফিকেট খুলে যাবে।
  • এরপর Proceed for Online Claim অপশনে ক্লিক করতে হবে।
  • এখানে একটি ফর্ম ওপেন হবে। এখানে I want to apply for ড্রপডাউন থেকে PF ADVANCE (FORM - 31) বেছে নিতে হবে।
  • এখানে টাকা তোলার কারণ ও অ্যামাউন্ট বসাতে হবে।
  • এরপর চেকবক্সে টিক দিলে গোটা প্রক্রিয়াটি শেষ হবে।
20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর। ক্লিক করুন


Viewing all articles
Browse latest Browse all 14275

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>